কলমে: আরতি অধিকারী (কুচবিহার, ভারত)
জন্মদিনে ভাবছি আমি পর জনমের কথা,
পর জন্ম বলে যদি কিছু থেকে থাকে, তবে-
সে জনমে থাকে যেন সব ভালো আর শুভ।
থাকবে না সেথা নিষ্ঠুরতায় নূয়ে পড়া সমাজ,
ভালো মানুষের মুখোশ পরা পশু রুপি মানুষ।
সে সমাজ ভরে ওঠে যেন শিক্ষিত মানুষে
অতি বিজ্ঞ ও এমন শিক্ষিত থাকবে না
যে শিক্ষা সমাজকে কু শিক্ষায় ভরিয়ে দেবে।
দারিদ্র্যের ঘেরা টোপে থাকলেও
থাকবে সেখানে সৎ সজ্জন মানুষেরা।
ব্যক্তি সম্পর্ক কখনো স্থান, কাল, দেশভাগে
মলিন হয়ে না যায়।
বিজ্ঞানের অগ্ৰগতি না থাকুক সেটাই শ্রেয়-
যে অভিশপ্ত বিজ্ঞান নিমেষে পৃথিবীকে
ধ্বংস করতে ধাবিত হয়েছে তার আশীর্বাদ??
প্রয়োজন নেই
ভোরের সংখ্য ধ্বনি মসজিদের আজানে
সকালের ঘুম ভাঙবে সবার।
সন্ধ্যার সংখ্য ধ্বনি, উলুধ্বনি, আজান–
নির্বিঘ্নেই প্রভুর কর্ণ গোচর হবে
থাকবে না অজশ্র গাড়ির হর্ণ,
থাকবে না অজস্র গাড়ি-
মানুষ আরাম প্রিয় নয়, হবে কষ্টসহিষ্ণু।
আর প্রদ্বীপের শিখায় গোটা পৃথিবীতে
দেব দেবীর আমন্ত্রণ ঘটবে।
আজকের ইলেকট্রিক প্রদ্বীপে পরমেশ্বর
বেজায় অসন্তুষ্ট আছেন।
এই জনমের, এই উন্নত সমাজের
উন্নত বিজ্ঞানের অনেক প্রাপ্তি আজ
জীবনকে হয়তো অনেক সুখ দিয়েছে
কিন্তু শান্তি?? শান্তি কোথায়???
ভন্ডামি, শঠতা, নিলর্জ্যতার দেয়ালে
ঘিরেছে আজকের সমাজকে,
যে সমাজে আজ দম বন্ধ হয়ে আছি প্রতিটি মানুষ।
সে জনমের মানুষের সম্পর্ক গুলো যেনো হয়
সত্যিকারের সম্পর্ক, অভিনয় নয়।