জাগো হিন্দু জাগো মুসলিম
জাগো ভিন্ন ভিন্ন সম্প্রদায়,
কেন ধর্ম নিয়ে এমন বড়াই
প্রতিবাদ করি সবাই।
আমরাও মানুষ তারাও মানুষ
তবে কেন অন্যায় অবিচার,
আসুন সবে দলে দলে
সে কারণ করি প্রতিকার।
হিংসা – নিন্দা সকল ভুলে
হাতে রেখে হাত,
জাতি ধর্ম গোষ্ঠী মোরা
করি প্রতিবাদ।
অন্যায়কারীর প্রাপ্য সাজা
অবশ্যই পেতে হবে,
কেন বারে বারে ধর্ম নিয়ে বৃথা
এমন লড়াই তবে ?
হিন্দু – মুসলিম, বৌদ্ধ – খ্রিষ্টান
জেনে সবে হও তুষ্ট,
আমরা সবাই ভিন্ন ভিন্ন সম্প্রদায়
একি বিধাতার সৃষ্ট।
বুঝেও কেন বুঝিনা আমরা
একি বিধাতার সৃষ্টি,
সকল ধর্মের মানুষের প্রতি
রাখতে সমান দৃষ্টি।
আমার ধর্মে তোমার ধর্মে
সমান সমান মূল্য,
ধর্ম নিয়ে লড়াই করা
নরকের সমতুল্য।
জাগো তুমি হে মানব
তোমার বিধাতার জন্য,
জ্ঞানের আলোয় আলোকিত করে
এই ধরিত্রীকে কর ধন্য।