সমুদ্র থেকে মহাসমুদ্রে চলাফেরা,
একটু এদিক ওদিক হলেই ডোবার পালা,
রাজত্ব চলে গভীর জলপ্রপাতে,
এই সুযোগ কে ছাড়ে,
জনগণ থেকে আমদানি-রপ্তানি সবই হয় জলপথে।
জাহাজে চেপে জাহাজের আনন্দ নিতে অনেকেই
মশগুল হয় বাস্তবে।
জাহাজের কেবিনগুলি একেকটা একেকরকম,
দামটাও তেমন।
সেখানেও ফার্স্ট ক্লাস,সেকন্ড ক্লাস,থার্ড ক্লাস আছে,
সমুদ্রকে সুন্দরভাবে উপভোগ করার জায়গাই জাহাজে।
মনে থাকে হাজার স্বপ্নের বিলাস,
জাহাজে সমুদ্র পারিদেবার থাকে উল্লাস।
পরিচালনার জন্য থাকে ক্যাপ্টেইন,
তার হাতেই পরিচালনার সমস্ত কিছু,
সঠিক পরিচালনায় পৌছাঁয় গন্তব্যে।