কলমে: ফরিদ আহমদ ফরাজী
মা- বাবার কোলজুড়ে
ফুল হয়ে ফুটলাম
বড়ো দুটো ভাই- বোনের
সাথী হয়ে জুটলাম।
সূর্যের আলোটারে
গায় মেখে বড়ো হই
চন্দ্রের মমতারে
সুখ ভেবে টেনে লই।
রোদ বৃষ্টি ঝড় ছিলো
জীবনের সাথেও
স্বপ্নেরা ফুল হয়ে
উঠে ছিলো হাতেও।
এক হাড়ির খাবার খাই
আমি আর দাদা ভাই
দাদু ভাই, কাবু হয়
বিস্মিত আমি তাই!!
ভোরে ওঠে অরুণালো
কি দারুন দেখতে
দাদু বলে গোধূলিটার
উদাহরণ লেখতে।
---------------------------
গ্রাম:বালিপাড়া
পোস্ট: বালিপাড়া বাজার
উপজেলা: জিয়ানগর
জেলা: পিরোজপুর-৮৫০২।