কলমে : মোঃ জয়নাল আবেদীন
তোরা করেছিস মিথ্যের কাছে মাথা নত,
সত্যকে করে আহত।
বিবেক তোদের হাজার বার হতে চেয়েছে জাগ্রত,
অন্ধ হয়ে নিজের বিবেক নিজেই করেছিস ক্ষত!
ক্ষমতা আর লোভ লালসায় নিজেকে করেছিস বন্দি,
রক্ষা হয়না বিপদ আসলে যতই করো সন্ধি।
জুলুম করে এই দুনিয়ায় টিকা অসম্ভব,
ধ্বংস যদি একবার আসে ভেসে নিয়ে যায় সব।
বিচারকের আসন জুড়ে করছিস অবিচার,
প্রতিবাদ কেউ করতে গেলে হতো জীবন অন্ধকার।
মনে হতো এই পৃথিবী তোদের চিরস্থায়ী ঠিকানা,
সঠিক পথে চলতে গেলেই করতি তোরা মানা।
তোদের পরিণতি কেমন হবে ছিল মোদের জানা,
ভালোবেসে তোদের সঠিক পথে যায় নি কভু আনা।
গড়েছিস তোরা দূর্নীতি করে ধন-সম্পদের পাহাড়,
নিত্যদিনই করতে তোরা কালো টাকার আহার।
এই বাংলার বুক সবাই মিলে করে গেছিস অপবিত্র,
চুরি ডাকাতি আর লুটপাটের খুঁজে পাই অনেক সূত্র।
ভেবেছিলি ক্ষমতা নিয়ে থাকবি আজীবন,
সৃষ্টিকর্তার ইশারাতেই দ্রুতই হলো পতন।
জোর করে দখলদারি হয় না চিরদিন,
জনগণের কাছে তোরা হয়েছিস অনেক ঋণ।
খেয়েছিস তোরা আমানত সব নিজের মনে করে,
টাকা-পয়সায় সিন্দুক ভরে রেখেছিস আপন ঘরে।
ক্ষমতা পেয়ে ফাঁকা মাঠে করে গেছিস তোরা খেলা,
দিনের আলো ফুরিয়ে তোদের আসলো সন্ধ্যা বেলা।