কলমে: সন্দীপ রায় নীল
তীব্র প্রক্ষেপণ শেষে
ফিরে গেছে যারা একান্নবর্তী ঘরে,
তারা খেয়াল করেনি
সেঁজুতির দাওয়ায় রেখে যাওয়া
ছোঁয়াচে জন্মদাগগুলো।
রঙিন বাহারী ছাতায় মুখ ঢেকে
নিশ্চিন্তে জল ভেঙে গেছে পলাতক প্রেমিক, উন্মনা কিশোরীর ভুল বয়সকাল আর
প্রথম আষাঢ়ের কাছাকাছি আসারা।
এ সবকিছু থেকে পর্যাপ্ত অবৈধতা ধার করে এখন, একটা বুক খুঁজি
আমার যাবতীয় অসুখ রাখার জন্য... আসলে, বৃষ্টির ফোঁটায় ফোঁটায় দহন এলে
কেউ কেউ ছাতা বয়ে আনে অথবা
হয়তা নিজেই একটা ছাতা হয়ে যায়..।