কলমে: চন্দনা রাণী
------------------------------------
ঝমঝম বৃষ্টি পরে দিন রাত
মাথায় মাথায় মানুষের চিন্তায় হাত।
কৃষকের ফসল জলে যায় ডুবে,
থৈ থৈ জলে মাছ মিলে খুবে।
শত শত মানুষের খাবারের অভাব,
মানুষের পাল্টেনি পুরনো স্বভাব।
মানা পাতা দিয়ে ছাতা বানায় ছোট কাকা,
ছাতা কেনার জন্য পকেটে নাই টাকা।
ঘর থেকে যায়না তো বাইরে বের হওয়া,
বৃষ্টির সাথে বয় ঝড়ও হাওয়া।
এক টানা সাত দিন আশ্বিনের ঝড়,
সারাদিন থাকে মানুষ ঘরের ভিতর।