কলমে : জাসমিনা খাতুন
আমি শিহরিত অন্ধ ইমারতের ইস্পর্শ খোঁজে।
পর্ণমোচী রাতে ঠোঁটে ঠোঁট দিয়েছি, তুমি চুম্বন এঁকে দাও।
একটা ছোট্ট দাগ আমাকে দেয়নি তোমাকে জড়িয়ে ধরতে পরিষ্কার আলোর আদরে।
সময়ের তৃষা, সময়ের ঘুম ধিকি ধিকি জ্বলছে, স্বপ্ন ছেঁড়া বসন্ত বুকে।
প্রতি রাতে কাব্য কবিতা নিয়ে তোমাকে আঁকি হয়তো কবিতারা আমাকে বোঝে।
রজনীগন্ধার ঘ্রাণের ভিতর বিভোর হয়ে হৃদতন্ত্রী তোমাকে খোঁজে নির্বাসন দ্বীপে।
শান্ত আগুনের ছোঁয়া এখনো লেগে আছে আমার সেই ছোট্ট দাগে।
তোমার হাতের স্পর্শে যন্ত্রণা দগ্ধ অক্ষরগুলো বনবাসে পাঠাবো, তুমি শুধু বুকের ভিতর আমাকে জড়িয়ে ধরো ঝলসানো সুখে।