কলমে: মোঃ আব্দুল রহমান
দেখছি তাকে হৃদয়ে এঁকে
রাখছি ধরে রোজ,
সে-ই আমার গোপনে তার
নিচ্ছি সদা খোঁজ।
জানত যদি চোখের নদী
বইছি যে অঝোরে,
পারত না সে থাকত পাশে
যেত না সে দূরে।
মন যে মরে চাই যে তারে
হায়, বুঝবে কবে সে,
কবে হঠাৎ করে এ হাতটি ধরে
ডাকবে ভালোবেসে।
ভাবছি সদা একি মিছে কাঁদা
পাব কি তাকে ফিরে?
এ হৃদয় টানে শুধু তারই পানে
শূন্যতায় মন মরে!
দাও না তাকে এই হৃদয় ডাকে
তাকেই আমি চাই,
সে-ই বন্ধু আমার সুখের সমাহার
বাঁচার উপায় নাই!