কলমে: মোঃ আব্দুল রহমান
তিমির আলোকে দেখেছিলেম তারে ঐ পথে একাকী;
সেই নিঝুম নিস্তব্ধ কাজল পরা চাঁদের জোছনায় আঁকি।
রামধনু রঙে জ্বালিয়ে দিলে রঙিন আলো ঐ জোনাকি;
প্রশান্তির সুখ ছুঁয়ে গেল তারই গোপন ইশারায় ডাকি।
ঝিঁঝিপোকার ডাকে নীল আকাশে তারারা আঁকে দেখি;
পাশাপাশি বসে আলতো আবেশে নীলে দুটি হৃদয় সেকি!
পুকুর পাড়ে পথের ধারে কত প্রতিচ্ছবি জ্বলে একি;
কত রঙের স্বপ্নে গাঁথা কত নীরব কথা ভেসে চলে একাকী।
ওগো! আজ আর চাইনা মন ফিরিয়ে নিতে সেই উঁকি;
চুপিচুপি চেয়ে স্বর্গের সুখ পেয়ে আজ দুটি মনে নেই ফাঁকি,
চাইনে ফেরাতে তোমাকে হারাতে তাই নিলেম এক ঝুঁকি;
তিমির গভীরে বুকের অচিরে ভাসিয়ে দিয়ে তোমারে ডাকি।
চোখের তারায় বিঁধলে ওগো সেই নিঝুম রাতের সাথি!
চাঁদনি হয়ে হৃদয় ছুঁলে জ্বালিয়ে নীল আকাশের বাতি !
চিরকাল রেখো মোরে তোমার ঐ হৃদয়ে ঊষার প্রভাতী,
সাঁঝ আকাশে জোছনা আলোকে চির সঙ্গী রূপালী জ্যোতি।
চেয়ে চেয়ে দেখি যত তোমায় ভরে যায় এ শুষ্ক আঁখি,
সবই তো দিয়েছি তোমায় ছিল যা আমার নেই বাকি,
ছেড়ে যেওনা মোরে কখনো আমি বাঁচতে পারব না একাকী,
একই সুতোয় বাঁধা বর চিরকাল জনম জনমের সাথি!