কলমে:- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
---------------------------------------------
বিশ্বে যা কিছু অর্জন হয়েছে যেথা
নারীর হাতের ছোয়া রয়েছে সেথা,
রোগ-শোক বিপদে-আপদে নারীর সেবা
নারীর আঁচল ছাড়া, হৃদপিণ্ড শান্ত করেছে কেবা?
যা পারে নাই শত দেবতা, অসুর করতে বধ
মা দুর্গা মহিষাসুর প্রলয়, একলাই করলেন রদ!
অগ্নিপরীক্ষায় সতীত্ব প্রমাণ দিয়েছেন যিনি, নর নয়, তিনি নারী
সহমরণে ভালবাসার প্রমান নরেরা কি দিতে পারি?
বোবা কান্নার উর্মিমালার ঢেউ, নারী কবর দেয় বুকে
মদ গিলে নর, পরকিয়ায় মাতে, জীবন কাটায় সুখে!
পাঁজরের ধন, পেটের সন্তান নারী কভু নাহি ফেলে
নর যেথা পায় নরম গতর, গোগ্রাসে গেলে!
সেই দেশে সমাজে প্রজ্বলিত হয়েছে, সভ্যতার অমিয় ধারা
এমন নারীর মুখ ঝলসায়, এসিড মেরে কারা?
সে-তো নর, ঐ ক্লীব, পাপিষ্ঠ শয়তান
তবু ও সমাজের শাসক তারা গায় নরের গান!
কে বানায় নারীকে বেশ্যা গণিকা পুংশ্চলী
সে-তো ঐ পাপী, হৃদয়হীন নর, যার হাতে হয় নারী বলি!
সারারাত লেপ্টে থাকে বেশ্যার নরম গতর
দিনে সে সাব সুতার, পাঞ্জাবি ধূতি পৈতা, গায়ে মাখা তার, সুগন্ধি আতর!
গর্জে ওঠো হে জানানা, অধিকার তোমার বাঁচার
পতি তোমার অধিপতি, কর্তা প্রভু, তৈলমর্দন করোনা বেশুমার!
মানুষ নামে মুখোশ পরা ধর্ম বেড়ি হাতে
অধিকার চাও, ত্রিশূল লও, যুদ্ধ যদি বাঁধে?