কলমে: চম্পা মান্না
তিলোত্তমা ছবি জড়িয়ে বুকে, ক্রন্দরতা জননী, আজও চেয়ে,
সুবিচারের আশায়,
ন্যায় কী পাবে?
যেখানে আইন অন্ধ, টাকার গোলাম,
সেখানে ন্যায় চাওয়া নয় কী, শুধুই পরিহাস!
হায়! বেদনা- দুঃখ – ক্লান্তি, গ্ৰাস করেছে ভবিষ্যৎ এর আঙিনায়।
হাজার হাজার তিলোত্তমার জননী,
মিথ্যে বসে, অশ্রু জলে সুবিচারের আশায়।
দেখিতে দেখিতে সূর্য যায় অস্তাচলে,
অন্ধকারে আবার ও ঢাকে কালরাত্রি_
না জানি আবার ও,
কোন তিলোত্তমার সূর্য অবেলাতে,
বিদ্রোহের পথে নামিয়ে,
হাতে ধরাবে শুধুই শোকের মোমবাতি!
কবি: চম্পা মান্না
আগয়া ,আকছড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ।