কলমে: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
তোমার সাথে দেখা হওয়ার কুর্চি বিকেল ফুল
তোমার ঘ্রাণে মাতাল হওয়া এলোমেলো চুল।
করতলে যেই ছুঁয়েছো হাওয়ায় কাঁপে শীত,
হেরে গেলো সব অভিমান তোমার হলো জিত।
তুমুল সুরে কোথায় বাজে সেতার রিনিঝিনি,
চোখ রাখি না চোখের পানে তবু তোমায় চিনি।
তবু তুমিই আনো জোয়ার ফাগুন চৈত্র মাসে
জোনাক এ মন তারা হয়ে তুলো মেঘে ভাসে।
মেঘের সাথে সখ্য আমার চোখের নদী জল,
জোয়ার আনো তুমিই শুধু ছুঁয়ে করতল।
গোপন তোমার চোখের আলোয় কাঁপে আহ্বান,
তুমি আমার বরষা ঋতু তুমিই প্রবল স্নান।