কলমে:- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
হাস্নাহেনার গন্ধ ছড়ায়ে রজনীগন্ধা হাতে
তুমি এলে হে ভালোবাসা বসন্তের প্রভাতে!
কাপ্তাই লেকের নৌকারোহী উচ্ছলিত যৌবন
আমি অপেক্ষায় তোমার মাধুকরী মৌবন!
তোমায় পেয়ে জেগে উঠে প্রবল আদিম প্রবৃত্তি
ষোড়শী তুমি ডাগরডোগর উচ্ছলিত যৌবন বৃদ্ধি!
বুনতে ইচ্ছে হয় ভালোবাসার বীজ তোমার বুকের নিরাপদ বীজতলায়
যৌবনের শাড়ী পরে ঝংকার তুলবে কোমর দোলায়!
দেখেছো ক্ষেত ভরা গর্ভবতী গম ধান গাছের দোল, বাতাসের তালে,
চমৎকার দেখতে সে দৃশ্য যদি তুমি দাড়াও ক্ষেতের আলে!
এমন প্রকৃতির অমোঘ নিয়মের ধারক বাহকের সন্তান
খাঁটি বাঙালী আমি মাথার কেশ থেকে সম্পূর্ণ পদ স্হান!