কলমে: এম এ লতিফ
তুমি কামিনী তুমি দামিনী
ভুলালে গো মন আমার
তুমি ভুলুনি,
তুমি সহিষ্ণু সাগরিকা
চঞ্চল চপল মনো হরিণী
কি নামে ডাকিবো তোমায়
ওগো ব্যাথার রাগিনী!
তুমি বেণুকার বেণুনী
চঞ্চল ঝর্ণা ধারার কল কল ধ্বনি,
দেখেছি তোমায় দুচোখের আঁড়ালে,
আমায় দেখোনি,
একি স্বপ্ন নাকি মরিচিকা
কিছুই বুঝিনি!
তুমি নন্দিনী তুমি নাগিনী
তোমার ছোবলে হারায় জীবন
আগে বুঝিনি,
একি স্বপ্ন দেখালে মোরে
মিছে মায়াবীনী!
তুমি কামিনী তুমি দামিনী
তোমার স্পর্শ সুখে কম্পিত ধরণী
বুঝেছি সত্য সুন্দর পৃথিবী
তবু তোমায় আজও চিনতে পারিনি।