কবি: অসিম সেখ
দলে-দলে বাড়ে মনোবল
ছাড়ো কেন ধরো হাল;
স্বপ্নকে রেখে সামনে,
কলমে সৃষ্টি করো মহাপ্রলয়।
দেখো-দেখো ওই রোদ্দুরে
চকচক করে রত্ন"
তুমি কেন ফেলনা সাজলে,
সাজো নক্ষত্র।
ছুঁয়েছে গগন মানুষ হয়ে
ব্যর্থ আবার কী?
মানুষ পারে' করেছে মানুষ
তুমি মানুষ নও না কী?
ধীরে-ধীরে পথ ধরে
দেখো খুঁজিয়া,
পেলে হবে শশী তুমি
হারলে হতে হবে আলভা।
আগাছা হয়ে জ্বলে থেকে
ছড়াবে না দীপ্তী,
রক্ত ঝরিয়ে নিতে হবে
বিজয়ের তৃপ্তি।
সৌরভে' সুরভিত হবে না কেউ,
যদি ফুল হয় বৃক্ষ থেকে বর্জ্য।
যদি রক্তের অক্ষরে লিখতে পারো তব নাম,
ইতিহাসে থাকবে তব গল্পঃ লিপিবদ্ধ।