কলমে:- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তুমি এক করবী ফুল
অপূর্ব যৌবন টগবগ ষোড়শী, খোলা সদা চুল
তুমি মাটির স্বর্গ
আমার পূজার অর্ঘ্য!
তাজ মহলের রং যতোই ধূলা বালু ধোয়ায় হোক ধূসর
আজীবন আমার কাছে প্রেমের এক কিশোর,
দূর-দূরান্ত থেকে প্রেমিক যুগল এসে তাকে দেখে
দু’জন দু’জনকে আরো গাঢ় করে ভালো বাসতে শেখে!
ফুকরি কয়, প্রেমিক হৃদয়,
হায় শাহজাহান, হায় মমতাজ, প্রমের হোক জয়!
হাসনা হেনা সাদা রঙহীন এক ফুল
এত সুঘ্রাণ কেন দিলো বিধি, ভেবে না-পাই কুল,
আমার রং বিহীন কবিতার অদেখা অনুভূতির মত
সমস্ত অবয়বে অবুজ আদলে আদর মাখা শত!