কলমে:- দেবিকা রানী হালদার।
হারিয়ে গেছে বাংলার কাব্য কথা
লেখা না বাঙালি আজ প্রেমের গাঁথা,
বিদ্রুপ পরিহাসে উন্মোচন করে
পরোক্ষভাবে কিছু সে বলে শাসকের তরে!
কবির হৃদয় বিদীর্ণ কাল শ্রাবণের ঝড়ে
নির্বিকার চেয়ে থাকে দেশ দাবানলে কিভাবে পোড়ে?
কি ভাবে আগ্নেয়গিরির তপ্ত লাভা নির্গত হয়
কিভাবে বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী মারে
শাসকের তামাশায়!
হনু মানের থাবায় পদদলিত গোলাপ বাগান সম দেশ
ভন্ড চাটুকার দুর্বৃত্তরা দুধে-ভাতে আছে বেশ!
হাসপাতালে রোগী কাতরায় চিকিৎসা বিনে
বাজারে নিত্যপন্য দ্বিগুণ দামে কেনে!
জিতে গেছে ধূর্ত শঠ ঠগ আর প্রতারকের দল
জাগো বাঙালি প্রবল বাত্যাায় সুনামি অবিকল!
হও ঘূর্ণি গোর্খি হারিকেন, ধাও দাবানল সম তেজে
শোন কান পেতে ঐ, রাবণের পতন ঘন্টা বাজে!
হও টর্পেডো ব্লাস্টিক মিশাইল হিরোশিমার ফ্যাটম্যান
শেষ করো বিদেশি এজেন্ট দেশ ধ্বংসের শয়তান!
মেঘনাদ হও, টিপু সুলতান, তারিক তিতুমীর
ভুলে যাও কেন একাত্তরের বীর তুমি, সন্তান বাঙালির!
তাড়িয়েছিলে পাক হানাদার, বাংলার মাটি থেকে
বুক পেতে আবার নিতে হবে বুলেট, শত্রু বসে যদি জেঁকে!
বাঙলা তোমার সেই বাংলা আছে, শত্রু মুখোশধারী
হয়তো এবার তিরিশ লক্ষ নয়, দাম দিতে হবে ভারি!