প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৪:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৪, ৫:২১ এ.এম
কবিতা: তৃপ্ত – কলমে: সরবত আলি মণ্ডল
দুটি হৃদয়ের মিলনে গড়ে ওঠে
ভালোবাসার মেলবন্ধন
খুঁজে পায় একে - অপরের সুখ,
গর্ভবতী ধানের শীষের মতো
দখিনা বাতাসে নেচে ওঠে শরীর।
সুখ - স্বাচ্ছন্দ্যের মধ্যে পারস্পরিক বোঝাপড়ায়
এঁকে বেঁকে চলে ইছামতীর গতিময়তায়।
তারপর একসময় ঢেউ ওঠে মননে-
অজান্তে বিলীন হয়ে যায় তটে,
ভালোবাসার গহীন অলিন্দে।
ডুবে যায় ঠোঁটের উপর ঠোঁট দিয়ে-
অতৃপ্ত বাসনায় তৃপ্ত করতে লাক্ষারসে।
উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। সম্পাদক ও প্রকাশক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। প্রধান বার্তা সম্পাদক: ফাহমিদা খান উর্মি। অফিসঃ বিপিএল ভবন, আরামবাগ,মতিঝিল,ঢাকা-১০০০, হোয়াটসঅ্যাপ ০১৭১৫-৯০৭২২১ , ইমেইল:ajkaleralo@gmail.com