কলমে: মহম্মদ মফিজুল ইসলাম
শব্দহীন মাঝরাতে
তৃষ্ণা এসেছিল।
আমি দেখেছি—
আমার ললাটে চুম্বন এঁকেছিল।
বলেছিল–
চলো যাই,
ঘুম ভাঙা ভোরে
দিগন্তের শেষে
টুপ করে ডুব দিই।
বলেছিল–
পৃথিবীটাকে সাজাই
ওলোট-পালোট করে
মনের মতো করে।
আমি মুগ্ধ হয়ে দেখেছি
তার অপরূপ রূপ
যখন সমুদ্রের উত্তাল তরঙ্গ ভেঙে
ক্লান্তিহীন তৃষ্ণা ছুটে চলে ছিল–
আমি দেখেছি তার উদ্দীপ্ত যৌবন
আমার সব সোনালি আলো দিয়ে।
আজ জীবনের বিদায় বেলায়
হাসি-কান্নার বাতাস কেটে
পাতাঝরা নিশীথে
আবারও তৃষ্ণা এসেছিল
নিদ্রাহীন স্বপ্নের ভিতরে।