কলমে: মোঃ সুমন মিয়া
তোকে নিয়ে স্বপ্ন আমার
বাঁধবো ছোট্ট একটা ঘর।
সুখে দুঃখে থাকবো মোরা
কাটাবো সারাটা জীবন।
তোকে নিয়ে স্বপ্ন অনেক
সব বুঁকের মাঝেই আছে ।
তোর দুষ্ট মিষ্টি মুখের হাসি
দেখতে ভীষণ ভালো লাগে।
তোর এ হাসি দেখেই আমি
স্বপ্নে প্রেমের মালা গাঁথি।
তোর মায়াবী চোখের চাহনি
দেখে, লুকাই চোখের জল।
হাসতে হাসতেই বুকে পুষে
রাখি, সব মন খারাপে দল।
আমায় ভুলে যাস না চলে
অন্য কোথাও তুই, তোকে
ছাড়া আমি ঐ ছোট্ট ঘরে
থাকবো কি করে? তুই বল।
তোকে ছাড়া কাটবে না দিন
ঘটবে জীবনের ছন্দপতন।
তাই খুব যতনে মায়ার টানে
আমার ছোট্ট ঘরের কোণে
আমি তোকেই শুধু চাই
বাঁধতে ছোট্ট একটা ঘর।