প্রেমিকার প্রতারণায় হয়েছি মানসিক ভারসাম্যহীন,
বাবা-মা, ভাই চলে গেলো পরপারে পাশে থাকতে পরলোনা বেশিদিন।
আমি তোফাজ্জল এক মানসিক ভারসাম্যহীন।
প্রত্যেকটা ছাত্রই স্বপ্ন দেখে রঙিন,
দুর্ভাগ্যে আমি, বেকার, অনাহারী স্বজনহীন।
সবসময় অভুক্ত থাকতাম, পেটের জ্বালা সহ্য না করতে পেরে হতাম রিক্ত,
মাঝে মধ্যে মানুষের কাছে খাবার পেয়ে থাকতাম তৃপ্ত।
তোমাদের মত পরোপকারী, অনসূয়া দাবিদারদের কাছে সাহায্য পেতে হয়েছি উৎসুক,
তোমরা আমায় দিলে চৌর্যবৃত্তির অভিযোগ।
আমি অনাহারী, এটা কি আমার অপরাধ?
সুশীল নরখাদক, ভ্যাম্পয়ার চালালে আমার উপর অত্যাচারের স্টিমরোলার।
এই কী তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা?
আমার জীবনের আলো নিভিয়ে দিলো, পশুত্বের দিক্ষা।
বিচারহীন এই সমাজে মনুষ্যত্বহীনদের ভবিষ্যৎ হোক উজ্জল,
মৃত্যুর কোলে ঢলে পড়লাম, আমি তোফাজ্জল।
প্রথমবার মেরে খাবার খাইয়েছিস, দ্বিতীয়বার খাবার খাইয়ে মেরে ফেললি ভাই,
তোদের হিংসার আগুনে তোরাই একদিন পুরে হবি ছাই।
যদি হও ন্যায়ের পথে সোচ্চার,
তাহলে প্রতিষ্টা করে ইসলামি খেলাফতের বিচার।
অনাহারীর বিচার করতে যদি তোমার হৃদয়ে লাগে অপমান।
মনে রেখো, জালিমের প্রতি দয়া দেখানো, মজলুমের প্রতি জুলুম করার সমান।