যখন আমি এই ধরাতে আর থাকব না,
যখন সময়ে-অ'সময়ে আর তোমাকে বিরক্ত করব না,,,
আমার দৃঢ় বিশ্বাস,,তখন,তুমিও কাঁদবে,তুমিও পুড়বে।
পিছু ফিরে দেখবে,এই বুঝি কেউ এল।
অচেনা বাতাসে শুনবে,এই বুঝি সেই অনাহুত, অনাকাঙ্খিত কারো পায়ের আওয়াজ শোনা গেল,
এই বুঝি মোবাইলটা বেজে উঠল।
প্রকৃতির সকল সৃষ্টির ডাক শুনে মনে হবে,,,
সেই চির উপেক্ষিত-সদা অবহেলিত কেউ বুঝি তোমাকে ডেকে গেল,আর বলে গেল,,
ফিরে আয়,,,ফিরে আয় আমার হৃদয়ে।
এখন, আমার উপস্হিতি তোমার বিরক্তির কারণ,আর তখন আমার অনুপস্হিতি হবে তোমার দুঃখের কারণ।
কাঁদবে তুমিও।তবে,আড়ালে,আত্মগোপনে।
দগ্ধ হবে অন্তর্জ্বালায়,ভিতরটা পুড়ে ছাই হয়ে যাবে,,। কাউকে কিছুই বলতে পারবে না।
তোমার অদম্য মনোবলে তখন চিড় ধরবে।
একাকী তুমি খুঁজে পাবে না কোন দিশা।
ডানা ঝাপটে উড়ে বেড়াবে এদিক-সেদিক,,,,
একটু ছায়া সুনিবিড় পরিবেশের সুশীতল আশ্রয়ের জন্য।
একটু প্রবোধ ও প্রশ্রয়ের জন্য,একটু শীতল পরশের জন্য,একটু রগরগে উঞ্চতার জন্য।
তখন,আমি? আমি হয়ত এই ধরণীর মায়া-মমতা ত্যাগ করে পাড়ি জমাব ওপারে।
তখন,কে তোমার খবর নেবে,,,,?
কালের পরিক্রমায় আবার হয়ত তোমার সুদিন ফিরবে, আসবে বসন্ত,,,।
আর আমি?আমি তখন নিমজ্জিত নিগুঢ়,গাঢ় কোন অন্ধকারের অতল গহ্বরে,,,,!
হাজারো বেদনাকে সঙ্গী করে নিয়ে থাকব হয়ত তোমারই প্রতিক্ষায়,,,,,!!
ভাল থাকুক আমার মহারাণী,নির্বিঘ্ন হোক তার জীবন।