কলমে: মোঃ আব্দুল রহমান
হে জগতের কাণ্ডারী, জানাই তোমারে শত শত প্রণাম,
নীল গগনে রবির মতোই দেখি উজ্জ্বল তোমার প্রাণ।
হে অমর সুধী, আজও তুমি রয়েছো সকলের অন্তরে,
সাহিত্য জগতকে করেছো উন্মুক্ত অবারিত চিরতরে।
জ্বালিয়ে দিয়েছো সকলের হৃদে অনন্ত বর্ণপরিচয়,
জ্ঞান গরিমায় ভরিয়ে তুলেছো জাতি দিয়ে বোধোদয়।
হে সমাজের দিশারী, তুমি যেন দীপ্ত জাতির উন্মেষ,
তোমার চেতনায় জাগরিত সমাজ, জাতি ও দেশ।
বিশ্বের কোণে কোণে আজও অনুভূত তোমার দয়া,
বিধবারে দিলে তুমি নব প্রাণ জাগিয়ে হৃদয়ে মায়া।
তোমার ছোঁয়ায় পেয়েছে নারীরা আজ শিক্ষাঙ্গন,
জাতিকুলে পেয়েছে তারা শ্রদ্ধা, ভক্তি, মান-সম্মান।
হে মহারথী, তোমার হৃদে রয়েছে অমর স্নেহ-মমতা,
গদ্য ভাষায় দিলে তুমি নব প্রাণ, ঐশ্বর্য, মহৎ ক্ষমতা।
সীমাহীন কষ্টের আঙিনায় গড়েছো নিজেরে মুক্তমনে,
নিজের ভোগবিলাস, প্রাচুর্য দিয়েছো সঁপে জনে জনে।
হে দয়ার সাগর, নিবেদিত তোমার প্রাণ সমাজের জন্য,
তোমাকে পেয়ে বাঁচে জাতি আজ তারা বড়ই ধন্য।
হে বীরপুরুষ, তোমার শিক্ষায় পেয়েছি জ্ঞান ও দর্শন,
হে ঈশ্বর-চন্দ্র, তুমি আজও জাতির হৃদে বিরাজমান।
হে অমর আত্মা! দিলে তুমি মানবেরে স্বর্গীয় সুধা,
তোমার উজ্জ্বল আলোকে দূরিভূত সমাজের বাঁধা।
আজও চেয়ে চেয়ে রয়েছে দেখো তোমার ঐ জাতি,
তোমাতেই সঁপেছে প্রাণ, হৃদে উজ্জ্বল ঈশ্বরের বাতি!