কলমে: জাকির আলম
পথ চলেছি এই শহরে গন্তব্য নেই জানা
তোমার সাথে হারিয়ে যেতে আজকে নেই মানা।
ইট-পাথরের দালান কোঠা লোকের সমাগম
পিচ ঢালা পথের দিশায় তোমার আলিঙ্গন।
বাঁকা ঠোঁটে মায়ার হাসি আলতো রোদের ছাপ
চলতি পথে খুঁজে চলি তোমার পায়ের ধাপ।
চশমা পরা কাজল চোখে চক্রবালের খোঁজ
তোমার মাঝে হারিয়ে যাই মনের সুখে রোজ।
গল্প কথায় কফি-শপে সুখের প্রহর কাটে
ভালোবাসার মায়াজালে জড়াই তোমার শাটে।
চন্দ্রতলে দিঘির জলে দশ আঙুলের প্রেম
চমকদার আলোর খাদে ঝরে রাতের হেম।
নগরমুখী লোকের ভিড়ে কোলাহলের ধ্বনি
চাকচিক্যের সুরের মোহে তোমার বাদ্য শুনি।
নেই পিছুটান এই শহরে দ্বন্দ্ব পথে চলা
তোমার কাছে হয়নি কভুও ভালোবাসি বলা।