কলমে: আব্দুল্লাহ আল-মামুন
এই খোকা তুই থাকিস কনে
আইছি কহন বাড়ি
আমাগির সাথে কথা কসনে
দিছিশ নাকি আড়ি
এখন আমরা মুরুব্বি হয়ছি
কেউ বলেনা কথা
আজকে তুই বয় পাশে
বলবো মনের ব্যাথা।
আমি বলি সময় নেই দাদু
আছি অনেক ব্যস্ত
অন্য সময় নাই বসবো পাশে
মনে নিওনা কষ্ট।
দাদু বলে শোন খোকা
বলিশনে মিছা তুই
বসবিনি পাশে তা বল
সেটা বুঝি মুই।
দাদু আমাগির নাছর বান্দা
হাত ধরে দিছে টান
হাঁসতে হাঁসতে আমি শেষ
হয়ে গেছি তার ফান।
আসন গেড়ে বসি পাশে
বলি দাদু শোন
আজকে না হয় আড়ি দেব
রাগ করোনা কোন।
হা হা করে শব্দ হলো
দাঁত ছিলোনা মুখে
গল্প দাদু জুড়ে দিলো
রইলোনা সে দুঃখে।
বুইড়া দাদুর গল্প শুনে
চোখে এলো জল
শত কষ্টেও জীবন চালায়
নিজেকে ভাবে দূর্বল।