কলমে: আব্দুর রশিদ
শাসকের নিষ্ঠুর শোষনের প্রতিবাদে,
সারা বিশ্বের নিপীড়িত হৃদয় যেন আজ কাঁদে।
কি দোষ করেছিলো আবু সাঈদ, হায়!
ন্যায্য অধিকার দাবী করাটাই ছিলো তার দ্বায়।
স্বাধীন বাংলার জমিনের উপর দাড়িয়ে
অস্ত্রের মুখে বুকটাকে সে দিয়েছিলো বাড়িয়ে।
সাহসী বুকটাতে ছিলো অগাধ বিশ্বাস,
ভাবেনি সে স্বাধীন রাষ্ট্র কেড়ে নিবে তার শ্বাস।
ভার্সিটিতে ইংরেজি পড়ুয়া খুব-ই মেধাবী
চেয়েছিলো ছাত্র অধিকার কোটা সংস্কার দাবী।
চাকুরির কোটায় বৈষম্য আর যেন না হয়,
এই দাবীতে জীবন যাবে মেনে নেওয়া কি যায়?
দাবী আদায়ে অতীতেও ছিলো ছাত্রের লাশ
ভাষা আন্দোলন স্বাক্ষী দেয় করুণ সে ইতিহাস।
এই রক্ত বৃথা যাবেনা রংপুরের আবু সাঈদ
ছাত্র সমাজের দাবী মেটাতে হয়েছো তুমি শহীদ।
দুঃশাসনে ঝরে গেল আজ তর তাঁজা জীবন
নিজের জীবনটা বিলিয়ে তুমি করলে আন্দোলন।
তোমার আদর্শে জীবন গড়বে সকল শিক্ষার্থী
শ্রদ্ধা ভরে স্বরণ করবে তোমায় এই বাংলা জাতি।