কবি: মোছাঃ আছিয়া আক্তার আছমা
ইদানিং সাহসে কুলোয় না
মাছ তো ছোঁয়াই যায় না
কাপড় কিনতে ভয় লাগে
বহুদিন হলো মার্কেটে যাই না।
সব্জীর বাজারে আগুন
নিতে চাইলাম বেগুন
জিজ্ঞেস করে দেখি এখন
দাম বেড়েছে দ্বিগুন।
কোনরকম একটি করে
সব কিছুই নিলাম
ভাবলাম এবার একটু শাক নেই
পকেটে হাত দিয়ে নিজেই লজ্জা পেলাম।
ইদানিং দিনকাল খারাপ যাচ্ছে
মাংসের বাজারে যাওয়া যায় না
বাচ্চাটা আবদার করল আজকে
মাংস না পেলে সে খাবেনা।
বাচ্চার জন্য ৫ মাইল হেটে গেলাম
বাজারে বললাম ৫০০ গ্রাম মুরগী দাও
বিক্রেতা অপমান করে তাড়িয়ে দিল
বলল এই যুগে এসে ৫০০ গ্রাম মুরগী চাও?
লজ্জা সরমের মাথা খেয়ে বাসায়
যেতেই সন্তানরা জেদ ধরলো মুরগী খাবে
বাধ্য হয়ে মহাজনের থেকে
ঋণ আনলাম কুড়ি শতাংশ লাভে।
এই ঋণ পরিশোধ করতে
কয়েক মাস লাগবে
তাতে কি গরীবের সংসারে
এরকম সমস্যা লেগেই থাকবে।
কত দীর্ঘনিঃস্বাস
আড়ালে থাকে কেউ দেখেনা
সন্তানরা প্রতিনিয়ত
ধরে নানান বাহানা।
এভাবেই চলছে এবার বেচতে
হবে স্ত্রীর শখের গহনা
ইদানিং সাহসে
কুলোয় না।।