এম.কে.জাকির হোসাইন বিপ্লবী।
আমার হৃদয় জুড়ে লেখা আছে
তানিয়া তোর নাম,
প্রেমের নামে ধোকা দিলি
দিলিনা প্রেমের দাম।
আমার জীবন নদীর ছোট্ট তীরে
ছিলো তোর বসতি,
ভেবেছিলাম তুই আমার আপন
জীবন বেলার সাথী।
ভাবি নাই কভুও ছেড়ে যাবি তুই
ভেঙ্গে যাবে নদীর তীর,
দুঃখের সাগরে ভেসে যাবো স্রোতে
পাবোনা সুখের নীড়।
স্বপ্ন দেখা দুটি চোখে
ঝরবে দুঃখের অশ্রু,
যেই হৃদয়ে ছিলাম তোর আপন
সেই হৃদয়েই হবো শত্রু।
যেই তানিয়া রাত্র নিশি
অপেক্ষায় থাকতো খাবার নিয়ে,
বাসায় আসলে খাবার খাওয়াতো
তার দুটি হাত দিয়ে।
বলতো আমায় আমি তার প্রিয়
বাঁচবে না আমায় ছাড়া,
সেই তানিয়ার কাছেই আজ আমি
হলাম জিন্দামরা।
লেখক:- এম.কে জাকির হোসাইন বিপ্লবী।
কবিতা নং:-০৫
শশারকান্দা, শাল্লা,সুনামগঞ্জ