রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন

কবিতা :- দুনিয়াদারি

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৬ Time View

মোঃ রহমত আলী

 

 

এই দুনিয়াদারি সব ক্ষেতখামারী,

মরণে রয়ে যাবে এক কবর নিশানি।

কি আর মূল্য আমার বলো,

এই দুনিয়ার কোলাহলে।

জনজীবনের কথা বলছি এই

দুনিয়াদারি-তে যা যা দেখেছি।

কেউ নহে কারো,এই দুনিয়াদারি-র

লোকালয়ে,সবে আপন অতি

খুব নিজ নিজ নিজেদের।

ভুল আমার সবই ক্ষেত্রফল

এই দুনিয়ার নিরালায়।

 

 

সুযোগবাদী এ দুনিয়া সারি,

ক্ষতি করে চুপিসারে।

পিছু লাগি থাকি সবে,

একটু আনন্দ যাদের কাছে।

এ দুনিয়াদারি-র মম নীতি

বুঝলাম না আজো আমি।

অনুতপ্ত সামনে সবে পিছু পানে,

সুযোগ বুঝে আঘাত হানে নির্বিচনে।

এ দুনিয়াদারি-র মম সবে,

ভুলে যে আছে একেবারে,

মরবে যে সবে একে একে,

তাই তো করে বুঝি পাপাচার অবিচার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102