কলমে: সাহেলা সার্মিন
এটা আমার বাংলাদেশ!
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান
নেই কোনো ভেদাভেদ!
পায়ে পায়ে চলি মোরা হাতে হাত ধরি
একের অনুষ্ঠানে মোরা অন্যকে বরি।
সংখ্যালঘু বলে ঠেলে রাখে দূরে
কেউ কেউ মিছে মিছে চিৎকার করে।
বাস্তবে সত্যি কিনা আমার চোখে পড়েনি এখনো
একাত্তরে হানাদারদের কবলে পড়তে দেয়নি তখনো;
আমার বাবা হিন্দু পরিবার সামান সহ দিয়েছে ঠাঁই
নইলে সে পরিবার তখনই হয়ে যেতো নাই!
এখনো আমি খাই আমার পাশে হিন্দু বাড়ির লাড়ু খই
তারাও পায় আমার উৎসবের ফিরনি সেমাই।
বিকেলের চা নাস্তা কখনও হয় একসাথে
বৌদির হাতের ঘণ্ট মাঝে মাঝে পড়ে আমার পাতে।
দূরের নীল আকাশ আর পূর্ণিমা চাঁদ
সবাইকে একই রকম দিয়ে যাচ্ছে সাথ।
চলছে ওদের ঘরে ঘরে দুর্গোৎসব
রাজনৈতিক অস্থিরতায় মনে সঙ্কাভাব।
আমরা চাই তাদের উৎসব হোক আনন্দ মুখর
কেউ আবার দাঙ্গা বাজায় নিজেরাই নিজেদের ভিতর।
দাঙ্গা ঠেকাতে আমরাও আছি তাদের সাথে
এটা নিতান্ত দায় সারা কেউ যেনো না ভাবে।
ভালোবাসা আছে সবাই সবার ভিতর
হিংসা বিভেদ ভুলে চলো উৎসব করি মুখর।