কলমে: এম. আব্দুল হালীম বাচ্চু
নিন্দা ঝড়ে হয় না ক্ষতি, বাড়ে আরও মান
কাজের মাঝে প্রমাণ মেলে, কার কী অবদান!
কালকে যাদের ভেবেছিলাম, মাটির মতো খাঁটি
ওমা/ তারাই দেখি উল্টো পথে, করে হাঁটাহাঁটি!
হেসে হেসে আদাব সালাম, ভুল করে না দিতে
আবার দেখি প্যাঁচ লাগিয়ে, সবকিছু চায় নিতে!
কালকে যাদের ভেবেছিলাম, আকাশ সমান মন
ওমা/ তারাই দেখি ক্ষণে ক্ষণে, বদলায় দৃষ্টিকোণ!
যতই বলুক হাজি-গাজি, যতই বলুক ভালো
সত্য হলো/ উপর উপর ভালো হলেও মনের ভেতর কালো!