কলমে:- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
মুসলিম তুমি মুসলিম আছ
মুসলিম শুধু নামে,
মুসলিম তুমি কবে যে হবে
প্রতিটি কাজে আর কামে?
মুসলিম তুমি দাবী করে যাও
সকাল বিকেল মুখে,
মুসলিম তুমি মুসলিম কিনা
হাত দিয়ে বলো বুকে?
মুসলিম তুমি আজান হলে
মসজিদে যাও কি রোজ?
প্রতিবেশী তোমার না খেয়ে থাকে
রাখ কি তার খোঁজ?
পঞ্চাশ টাকা প্রবেশ মূল্য
মসজিদে যদি ধরে,
প্রতি ওয়াক্ত নামাজ পড়তে
মসজিদ দেবে কি ছেড়ে?
মেদ কমাতে রাখো রোজা
নফসের কর না সিয়াম
হারাম খেয়ে রাখছো রোজা
শয়তানকে মানছো ঈমাম!
মুসলিম তুমি, ছেড়েছ কি এখনও
মিথ্যা কথা বলা?
সুদ ঘুষ আর অহং শিরক
দেয় কি মনে ছলা?
মুসলিম তুমি, টাকার গর্ব, পেশিশক্তি, দেখিয়ে যাও রোজ,
এসব তোমায় নেয় জাহান্নাম
রাখো কি তার খোঁজ?
নামাজ রোজা লোক দেখানো
পয়সা হলে হজ্ব!
হারাম কামাই’র টাকায় হাজি
দেখাও ধর্মের ঝাঝ!
ভাইয়ের জমি রেকর্ড করো
চিটিং দলিল করে,
বউকে পাঠাও বসের ভোগ্য
পদ পেতে তার তরে!
নামাজি হয়েও করতে গিবত
পাও কি আল্লাহর ভয়?
রোজদার হয়ে ইফতার করতে
প্রতিবেশী কি সাথে রয়?
মুসলিম তুমি মুসলিম আছ
শুধু আজকে নামে,
হওনি কেউ খালিদ কাশিম
গজনি টিপু, তৈমুর সম কামে!
কোন মুসলমান কে, যায় কি বলা
কাফের, মুরদাদ?
সবগুলো কবি-রা গুনাহ
থাকে কি মনে ইয়াদ?
বীর ঐতিহ্য হারিয়েছ তুমি
সন্ত্রাসী বদনাম মেখে,
যেখানে যাও সারা বিশ্ব
দেখে সন্দেহের চোখে!
অমুসলিম যখন মিশাইল বানায়
তুমি তখন বসে,
ফিকাহ্ ফন্দি তৈরি করো
জালি হাদিস চষে!
নবীর সুন্নত শুধু দাড়ি-টুপি নয়
একহাজার সুন্নত বোধ!
কেউ নয় শত্রু কেউ নয় পর
নিও না প্রতিশোধ!
অন্যের দেনা অন্যের উপকার
শোধ যদি না হয়,
জাহান্নাম তোমার নির্ধারিত
কুরআন সে কথা কয়!