কলমে: মহ: মহসিন হাবিব
বহতা নদীর যোনিপথে
বয়ে চলে আবর্জনা...
নানান টালবাহানায়
নিম্নচাপে ভেঙ্গে যায় কচি কিশলয় থেকে পাহাড়ের চূড়া।
জ্বলন্ত আগ্নেয়গিরির
মুখ থেকে নিঃসৃত হয় রকমারী লাভা।
বন্যার জলে
হু হু করে প্লাবিত হয় নদীর দুকূল।
ভুল ঠিকের
অভিধান সরিয়ে
চুলার আগুনে ঝলসে যায়
শুকনো ঘাস পাতা গাছের ডাল।
উলঙ্গ মুখের সামনে
খড় কুটো সব বেরিয়ে পড়ে;
থামাবার লোক
খুউব কম দেখা যায় এ বিশ্ব দরবারে।
ফেসবুকে দিনের পর দিন
শুধুই ট্রোল আর হাসির খোরাক জোগায়।