ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
সর্পের খোলশ দেখতে পাও বলে
ভেবো না মানুষের খোলশ নেই
আছে
সবচেয়ে বেশি সংখ্যক
বহুল রূপের খোলশ
কেবল মানুষেরই কাছে।
নিজেরে বদলে নেয়ার কৌশল
লুকিও না আর
ভালো থাকতে চাইলে
বারবার
পালটে নিতে হয়
এঁটো ময়লা জীর্ণ
পুরাতন জামা
ধুয়ে নিতে হয় সর্বাংগ
ভেতর বাহিরে যা করেছো ধারণ
কারণ
পৃথিবীও বদলেছে নিজস্বতা
জল বায়ু
নদীর গতি তাপ প্রতাপ
আয়ু
সবুজ কমে গেছে
হলুদাভ রঙ তার সর্বাংশে মাখা
সে তারা তাহাদের নতুন রঙ রূপ
কাঁহাতক ঢেকে রাখা?
পৌরাণিক নিজ্বস্ব কুহক
ছাড়ো এবার
প্রণয়িনী
শুরু হোক নব জনম
নতুন কাব্য আরব্য কাহিনী।