কলম: রকিবুল ইসলাম
তুমি ভালবাসা পাওয়ার যোগ্য,
তাই তোমাকে ভালবাসি।
তোমার মধ্যে চুম্বকের মত আকর্ষণ অনুভব করি,
তাই তোমার কাছে ছুটে আসি।
তুমি অনন্যা,তুমি তুলনাহীনা।
তুমি অপ্সরী,তুমি কায়া।
তুমি অলীক,তুমি কল্পনা,তুমি মায়া।
জানিনা,এই মায়ার কারনেই হয়ত কারণে,অকারণে তোমার কাছে বারবার ছুটে যেতে চাই মন।
জানি,অনেক কণ্টকাকীর্ণ,ভঙ্গুর,অসমতল দূর্জেয় পথ পাড়ি দিতে হবে আমাকে।অন্যিদকে,আমার মাঝে ডুব দিয়ে দেখ,,,,,,,!
কত মসৃণ করেছি তোমার চলার পথ।
কত অপরুপ রুপে সজ্জিত করেছি তোমার নিবাস।
অজস্র পুষ্প বিছিয়ে রেখেছি তোমার চলার পথে।
যেন,কোন ধূলিকণা তোমার পদদ্বয় স্পর্শ করতে না পারে।
অসংখ্য শান্তির পায়রা ডানা ঝাপটে অপার এক স্বর্গীয় সুখের পরশ বুলিয়ে যাবে আলতো করে।
কোকিলের কুহু ডাক,নদীর কলতান,
সাগরের ঢেউ,ঝর্ণার ঝর্ণাধারা আন্দোলিত করে দেবে তোমার চারপাশ।
অপার আনন্দ আর স্বর্গীয় সুখ তোমার মাঝে সৃষ্টি করবে অকৃত্রিম পুলকের!
আর এই সব পুলকের সুখ সম্ভারে হারিয়ে যেতে থাকবে তুমি,,,,,।
আর আমি?
তখন আমায় না-ই-বা মনে রাখলে।