লেখক:- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
কেমন বিশ্ব বানালে প্রভু
নিজেই একবার, ভেবে দেখেছো কভু?
মানুষ নামে জীবের ভিতর অদ্ভুত বৈষম্য দিলে
ধনী-গরিব সৎ-অসৎ, রাম-রাবণে কেমনে থাাকে মিলে?
আর কত বন্দনা করলে মানুষ, বলবে তুমি সঠিক
আর কত পথ চললে মানুষ বলবে তাকে পথিক?
আর কত অত্যাচার করলে তাকে অত্যাচারী বলবে
আর কত পাপ করলে তাকে পৃথিবীতেই ধরবে!
আর কত মিথ্যা বললে মানুষ, মিথ্যাবাদী বলবে
কত অবৈধ সম্পদ গড়লে অপঘাতে সে মরবে?
কত নিপীড়ন সহ্য করলে নিপীড়িতের আসবে পাশে
দুর্বল উপরে তুলে দুহাত, থাকবে কতদিন তোমার আশে?
কত পথ আকাশে পাড়ি দিলে 'দাস' পাবে তোমার দেখা
মনো দিগন্তে জাগ্রত তুমি অসহায়ের বলয় রেখা!
ঘাতক ধর্ষক জীবন সংহারে, নিরপেক্ষ তুমি রও
ধর্ষিতার বিলাপে হন্তার উল্লাসে ফিরে না তুমি চাও!
ধরাধামে তোমার নিষেধ যাহা শাস্তির বিধান শত
তোমার স্বর্গে একই ভোগের লোভ দিয়েছো কত!
মন উথালপাতাল নারী ভালবাসায় ধরায় বিধিনিষেধ
স্বর্গের পাবে নর, অপ্সরা হুর, কেন এপার-ওপার বিভেদ ?
নর-নারীর তুমি দিয়েছো চিত্ত ভিন্ন মানস পট
কত ভালবাসলে নর খুলবে, নারীর মনের জট?
কত রাত নিদ্রাবিহীন কত অশ্রু ঝরালে নরনারী
প্রণয় দিছো হৃদয় ভরে করোনি সহজ,ভালবাসার সাগর
দিতে পাড়ি!
মানুষ নামে অমানুষ কত, দিলে হায়েনার দল
তুচ্ছতাচ্ছিল্য হতদরিদ্রের দিলে না বাহুতে বল!
প্রতিরোধ করে খুনি ধর্ষক, ভুমি দস্যু, ধর্মে ভন্ডের ছল
খুনির ছুরি তলে, ধর্ষকের ঊরুসন্ধি ক্ষতে, কাতরানো পিপাসার্ত, পেলো না একটু জল!?
নাই অভিযোগ তুমি শ্রেষ্ঠা, তুমি ভগবান, ত্রিভুবনে মহান
তুমি ঈশ্বর, তুমি আল্লাহ, ধৈর্য্য দাও, যায় যাতে সহন!