কলমে:- দেবিকা রানী হালদার।
নারী-পুরুষ উভয় লিঙ্গের সবাই একই জাত
সবাই মানুষ নাই ভেদাভেদ রক্তে তফাৎ,
তবু নারী মানুষ নারে পুরুষের চোখে
তাই তো সংসার ভাঙে কষ্টে আর দূঃখে!
পুরুষ হলে বহু গামী ধর্মের দোহাই
স্বীকৃতি দেয় হিন্দু মুসলিম খৃষ্টান বাহাই!
ধর্মগ্রন্থের দোহাই দিয়ে ফূর্তি পুরুষ করে
পড়ে দেখে না মহাগ্রন্থের কি আছে ভিতরে!!
এমনি ভাবে নারী জাতি প্রতারনার শিকার
অসহ্য অত্যাচারে ভাঙছে কতো ঘর!
বাবা-মা আলাদা হচ্ছে এতিম হচ্ছে শিশু
উপ-র বসে হাসছে দেখে আল্লাহ ভগবান যিশু!
চুপটি করে তারা-ও থাকেন সাত আসমান পর
নিরপেক্ষ নাম নিয়ে তারা তো অমর!
সেরা বিদ্যাপীঠ বিশ্বে, "বিশ্ববিদ্যালয়" নাম
যাচাই-বাছাই করে সেথা মেধার সমাগম,
তোফাজ্জলের মতো প্রতিবন্ধী পিটায় তারা মারে
এমন নিষ্ঠুর কুলাঙ্গার জন্মেছে কোন ঘরে?
অভুক্ত তোফাজ্জল পেট পুরে খায়
জানতো না তোফাজ্জল যম পিছু ধায়!
এমন নিষ্ঠুর হত্যাকে ঘটেছে কি বিশ্বে
ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো সবার আজ শীর্ষে!
কেমন পেটে জন্ম তোর দেখতে ইচ্ছে হয়
কেমন পুরুষ দিলো জন্ম কোন হারামজাদায়?
কেন তোদের বিশ্ববিদ্যালয় পড়তে পাঠালো
বাংলাদেশ সরকার তাদের কি কি এ্যাকশন নিলো?
মারলো যারা পুরুষ তারা সুদ ঘুষে জন্ম
কোন নারী ছিলো না হত্যায় করে নাই হেন কর্ম!