কলমে:- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
আমার নাই কোথাও ঠাঁই
আমি যখন যেথা যা-ই,
আমি যে ডাল ধরি ভাঙে তাহা
আমি যা চাই ক্ষণিক, যা-ই যাহা
আমি যে কূলে যাই ভাঙে তখন
আশ্রয় আমি চাই যখন !
কেউ বোঝে না ম-ম ব্যথা
হৃদয়ে কি আছে গাঁথা,
সৈকতে দেই বালুর বাঁধ
ঢেউয়ে ভাসায় সব সাধ ,
মাথা কুটি বালুর বাঁধে
ঢেউগুলো মোর সোহাগ সাধে ;
কেউ জানে না হৃদয়ের ব্যথা
সে যে অনেক, হাজার কথা !