বৃদ্ধ বয়সেও যাকে সঙ্গ দেওয়ার কথা ছিলো,
তাকেও হারিয়ে ফেলেছি ক্ষণকালের তফাতে।
আলো ঝলমলে চাঁদটা তিমির মাঝে হারিয়ে গেলেও
আমার তাতে কিচ্ছু যায় আসে না।
বু্কের ক্ষতে কখনো ব্যথা জেগে উঠলেও
হাসি মুখেই তখনো সমুদ্র স্নানে যাবো।
ফাঁস নিয়ে মরে যাওয়া যুবতী নারীর অভিমানে
বিদ্ধ হতে যাওয়া সঙ্কুচিত পুরুষ সত্ত্বার ফুসফুসে
আক্রমণ করতে থাকবে কীটপতঙ্গের সংঘবদ্ধ দল।
তবুও চোখের সামনে মধ্যবয়সী কামুক রমণী দেখেও
ফিরে তাকাবো না তার সুদর্শন মাই যুগলে।
বয়স বাড়ার সাথে সাথে অভীষ্টের পরিবর্তন হলেও
আইবুড়ো থেকে যাবো অভিবাসী গমনে।
যাকে বধ করতে যাওয়া আগ্রাসী ক্রোধ থেমে
যৌনতায় লিপ্ত হতে চাওয়া পুরুষোচিত লালসা,
তাকেও মাটি চাপা দিবো ব্যাঘ্রতার কঠিন হুংকারে।
তবুও পুরুষোত্তম মনোভাবের চৈতন্য জুড়ে
লাগতে দিবো না বিপরীত লিঙ্গের কামুক নখের আঁচড়।