কলমে : এম এ লতিফ
নীলাঞ্জনা তোমার স্পর্শ সুখে
বিগলিত হয় মন, মনে জাগে কতো ভাবনা,
দুলায়িত পৃথিবী ভুলালে গো মন আমায়
কভু মোর স্বপ্ন ভেঙে দিওনা,
স্বপ্ন সুখের সুখগুলো আজ ভেসে যায় নীলিমা,
হবে কি তুমি মোর, কতো যে সাধনা
স্বপ্নের সুখগুলো বিলিয়ে দাও মোরে
কতো যে করি কল্পনা,
ভেঙে দিওনা মন, কাঁচের টুকরোর মতন
দিন দিনান্তে কভু মোরে ভুলে যেওনা!
নীলাঞ্জনা তোমার স্পর্শ সুখে
মনে মনে এঁকে যাই কতো আলপনা,
শুধু শুধু আমায় সমুদ্র বক্ষে উত্তাল তরঙ্গের মতো
কভু মোরে ভাসিয়ে দিও না,
মুক্ত পাখি উড়ে যায় নেইতো মানা
তুমি তো আমারই হবে
মনে মনে সাজাই মনের আঙিনা,
অনাগত দিন আসবে কি কভু ফিরে
তোমার প্রতীক্ষায় প্রহর গুনি
তবু তো এলেনা,
ভেঙে দিলে মন ভেঙে দিলে স্বপ্ন,
মিছে এই ধরণী
মিথ্যেকে সত্যি ভেবে
শুধুই মিছে প্রেমের জাল বুনা!