কলমে: নার্গিস সুলতানা।
হিজরি বর্ষের ৩য় মাস রবিউল আউয়াল,
গুলবাগিচায় ফুটলো সেদিন একটি সুদৃশ্য ফুল।
মা আমিনার কোল জুড়ে যেন চাঁদের হাসি,
আকাশ বাতাস গ্রহ তাঁরা ও ধরায় নেমেছে খুশি।
কেউ বলে মিলাদুন্নবী, কেউবা নবী দিবস,
মুসলমানের জন্য এটি একটি বিষেষ উৎসব।
যার উছিলায় সৃষ্টি জীব,পশু-পাখি মানবকুল,
সেই তো আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসুল।
সৃষ্টির পরে পেয়েছি যা সবই আল্লাহর দান,
প্রিয় হাবিবের উছিলায় তিনি সৃষ্টি করেন সারা জাহান।
আরজ করেছেন নবীসকল মহান আল্লাহর কাছে,
নূরে মুজাচ্ছাম( স:) সমমর্যাদার নবীর উম্মত হতে।
আরশে – আজীমে খোদিত রয়েছে মুহাম্মাদের নাম,
জপিবে সে নাম সকল মুসলমান হৃদয়ে করবে ধারন।
সমগ্র জাতির শিক্ষক ছিলেন হুজুর আকরাম (স:),
আমরা উম্মতে মোহাম্মদী!
তুমিই করেছো মোদের হেদায়েত দান।
পাপে তাপে পূর্ন হয়েও আমরা বিশ্বের রহমত,
ধরাতে আছে সম্মান, নাম আশরাফুল মাখলুকাত।
দোয়া দুরুদ সালাম পাঠে করি মোরা শানে মিলাদ কিয়াম,
মর্যাদার সাথে করি পালন রাসুলের আগমন ও তিরোধান।