জানি বই পড়েছো শতশত
মন পড়েছো কারো?
রোজ পড়ছো ধর্মের বাণী
বেদনা পড়েছো কারো?
গীতা পড়ছো, বেদ পড়ছো
রোজ বাইবেল, কোরআন,
কষ্ট পড়েছো?অহিংসা পড়েছো?
পড়েছো কি অভাব অনটন?
মনুষ্যত্ব, নৈতিকতা, মূল্যবোধ
পড়েছো কি কভু তুমি?
স্বর্গ নরক শুনি বাণীতে রোজ
মুচকি হাসেন অন্তর্যামী!
মানব পাতার বিচিত্র বইটি
আগে পড়া যেন চাই,
মানব সৌহার্দ্যের স্বর্গীয় বন্ধনে
না যেন চলে অন্তরায়!
শ্রষ্ঠ জীব হয়েও রোজ দেখি
করছো তাকে সদা খুন,
ধর্মের বাণী, স্বর্গ, নরক তবে
সবই হবে যেন নির্গুণ!