কলমে: মোঃ জয়নাল আবেদীন
সত্যের পথে চলতে গেলে আসবে অনেক বাধা,
সুযোগ পেলে তোমার গায়ে মারবে সবাই কাদা।
এই জগতে বাস করাটা বিশাল একটা ধাঁধা,
মানুষরা সব সমান নয় আছে কালো সাদা।
তাই বলে কি সত্য ছেড়ে পেছনে পালাবে?
না, ধৈর্য ধরে সামনে চলো সাহসেই আগাবে।
নানান লোকে বলবে তোমায় নানান রঙের কথা,
তাদের দ্বারাই ধ্বংস সমাজ খোলে দেখো ইতিহাসের পাতা।
ভালো হয়ে চলবে যখন পিষবে হননের যাঁতাকলে,
নানান অভিনয়ে তোমায় নিতে চাইবে তাদের দলে।
জীবনের সব অর্জন তারা ভাসাবে কালো জলে,
ষড়যন্ত্রের আঘাত যেন না লাগে মনোবলে।
হিংসার দহনে তারা জ্বলে যায় চিরকাল,
ফাঁদে ফেলতে পেতে রাখে ভীতিপ্রদ কিছু জাল।
কয়লা ধুয়ে যায়না ময়লা যায়না তাদের স্বভাব,
ভেতরটা যে নোংরা অনেক মনুষ্যত্বের অভাব।
জীবনটা যে কাটিয়ে দিচ্ছে করে গলাবাজি,
বাচনভঙ্গিতে মনে হয় যুদ্ধ থেকে ফেরা এক গাজী।
এই ভবেতে হয়েছে তারা নৌকা ছাড়া মাঝি,
নদীর স্রোতে ভেসে যাবে, যদি সত্যের পথে ফিরতে না হয় রাজি।
পরশ্রীকাতরতা ধ্বংস করে যায় না ভালোবাসা?
ছোট্ট এই জীবন নিয়ে বাঁচার কতো আশা।
ফেরত দাও সব স্নেহ সম্মান যত কিছু নিয়েছো কেড়ে,
হৃদয়ে লেগে থাকা ময়লা গুলো ফেলে দাও সব ঝেড়ে।