কলমে:- দেবব্রত মাজী
বিদ্রোহী কবিতা লিখে
হয়েছ বিদ্রোহী কবি,
ইমামের ঘরে জন্মে
হয়েছ দুঃখের কবি।
কলম তোমার বজ্রকন্ঠ
পরাধীনতার গ্লানি মুছতে,
দিলে নতুন অধ্যায়
কাণ্ডারি হুঁশিয়ার হাতে।
এলো ধূমকেতু পত্রিকায়
সেই লেলিহান শিখা,
পেলে সশ্রম কারাদণ্ড
'মে ভুখাহু' রক্তমাখা।
বিখ্যাত অগ্নিবীণা পাঠে
করে আজও বিচলিত,
কুসংস্কার দূর করতে হবে
চালালে কলম মুক্তহস্ত।
দেবব্রত মাজী,
দেউলপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত।