কলমে:- ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
গোলাপ টা বাড়িয়ে দিলাম নিরবতা ভেঙ্গে
একটু শুধু ভালোবাসার প্রত্যাশায়,
এত তাড়াতাড়ি প্রত্যাখ্যাত হবো আমি
দেইনি গোলাপ সেই আশায়!
বেকুবের মত ব্যর্থ প্রস্তাবে ক্ষত-বিক্ষত মন
গুমোট পরিবেশ চারিদিকে এখন,
নিরব নিস্তব্ধ ঘর, সে আমি দু'জনা শুধু
কি বলবো, আবার প্রস্তাব দেবো ভাবছি তখন!
হৃদয় পরাগ উড়তে লাগলো নীরান্দধ্র ঘরে
নিষ্ঠুরতা আমাকে করলো অবাক বিশ্ময়,
মনের অখিলে জমতে লাগলো বসন্তের মেঘ
আমার দারিদ্রতা, পেশা, তার অপছন্দ নিশ্চয় !
নিস্তব্ধতা ভেঙ্গে মুখ খুললো 'সিবন্তী'
আমি আপনাকে দগ্ধাভূত করতে চাই নাই,
আমার আপনাকে ভালো লাগে সংসার নয়, প্রেম করতে
আপনার ফুলের মালা, হাততালি, প্রশংসায় চলে! আমার চাই গাড়ী বাড়ী বিলাস!
আমার ঝলমলে জীবন চাই, কাব্য কবিতা সাহিত্য ছাইপাঁশে জীবন চলে না
শত নারীর প্রেম প্রস্তাব পাবেন, প্রজাপতির আগমন ঘটবে বিছানায়!
আমার আচরন নির্মম আসক্তিহীন ভাববেন না, রূঢ় বাস্তবতা
এদেশে আপনাদের মত কবি সাহিত্যিকদের 'পাগল' কয়!
আজ সে বাংলো মাকান ফ্ল্যাট ইন্ডাস্ট্রির মালিক
স্বামী থেকে ডিভোর্স হয়ে ও উচ্চ সমাজ সিংহাসনে আসন!
পড়ে আছি সেই তিমিরে, পান্ডুলিপি আর প্রকাশের দ্বারে
দারিদ্রতা হয়তো পূর্বপুরুষ কবি-লেখকদের থেকে পাওয়া, আজ-ও আমাদের ফ্যাশান!