কলমে: মোছাঃ আছিয়া আক্তার আছমা
কেউ চায় পায়না
কেউ চায়না পায়
কেউ সকাল সন্ধ্যা প্রার্থনা করে
মনের মতো চায়।
কেউ একটি সন্তানের জন্য
হন্যে হয়ে ঘুরে
কোথায় গেলে মিলবে মশাই
কোথায় পাব তারে।
তবে পাষান মনে জায়গা হয়না
ফেলে দেয় সে খাল বিলে
ছোট্ট শিশু জন্মানোর পর
ফেলবে তাকে জংগলে।
মানবতা কোথায় গেলো
হায়রে জাতি কঠিন খুব
ভবের মাঝে এমন লোকের
প্রাপ্য ছিলো চাবুক।
নিঃস্ব যাকে জিজ্ঞেস কর
কেমন তার দিন কাটে
বলবে সে নেই ত মোর
সোনার সন্তান ললাটে।
অথচ পেয়েও মেরে কেমনে
করবে মায়ের ঋণের সুদ প্রদান
পরিচয় তার বাচলে হবে
অবৈধ সন্তান।