কলমে: মোঃ আব্দুল রহমান
মাতৃগর্ভে জন্ম নিলাম আদর-স্নেহে
দশমাস দশদিন পর,
ধরিত্রীর রূপ দেখালো মা’য়ে আমার
আঁচলে ছায়ার ঘর।
পিতা মাতার আশীস এ মাথায় ছুঁয়ে
হলাম আমি বড়,
ত্রিভুবনে এমন স্নেহ-ভালোবাসা দেবে
সাধ্য আছে কারো?
জগৎ দ্বারের জ্ঞানের আলো জ্বালিয়ে
দিলো মা’য়ে শিক্ষা,
বাবার আদর্শ চলার পথে জাগায় হৃদে
গুরুজনের প্রতি দীক্ষা।
মা যে আমার জগত জননী মহীয়সী
ভালোবাসার ভান্ডার,
পিতা মোর পরম গুরু ঐ ত্রিভুবনের
আজীবনের কান্ডার!
পিতামাতার আশীস মাথায় আজীবন
বাঁচতে আমি চাই,
দেখবে এ জগৎ দ্বারে এমন আপন
কেহ কোথাও নাই!