সন্তানের অর্ধেক পৃথিবী তার মাতা,
আর অর্ধেক পৃথিবী তার পিতা।
পিতা-মাতাহীন নিষ্পাপ সন্তানটা!,
ভিড় পৃথিবীতে সে বড়োই একা,
স্মৃতি থেকে ভবিষ্যতটা ফেকাসে।
সবাই পিতা-মাতার ছায়াতেই বড় হয়,
লক্ষ্যে পৌঁছানোর চাবিকাঠি, বাবা মা-ই ধরিয়ে দেয়।
পিতা-মাতাহীন নিষ্পাপ সন্তানটার!!!-
তার তো নেই কোনো স্থায়ী আশ্রয়,
জীবনটা শূন্যতায় বাঁধা হতাশাময় ।
তবু ও সে লড়াই করছে , এই পৃথিবীর সাথে,
জীবনের নতুন পথের সন্ধান পেতে।
আমি,তুমি…. কি পারি না!!
হাতটা কি বাড়িয়ে দিতে?
অনাথ থেকে উত্তরণের কিছুটা পথ মসৃন করতে।।