কলমে: মোঃ আসিফুর রহমান
পুরুষ এক রহস্যময়ী চরিত্র
যার মাঝে লুকিয়ে আছে শত ব্যার্থতার গল্প।
পুরুষের যত ব্যার্থতা, কষ্ট
চোখে জল নয় হৃদয় পুরে ভস্ম।
তবুও পুরুষ নয় শান্ত,
কখনো মা-বাবা, পরিবারকে খুশি করার জন্য,
কখনো প্রিয়জনকে পাওয়ার জন্য,
অর্জন করতে হবে সাফল্য।
পুরুষ মানেই অর্থের রোজগারি,
কেননা তাদের পরিবারকে
চালাতে হবে বুজি।
পরিবারের যত ভরনপোষণ ,
পুরুষের করতে হবে আহরণ।
পুরুষ কেমন আছে বুঝতে চায় না মন
পুরুষের কাছ থেকে পেতেই হবে এই তার পণ।
পুরুষ মানেই সেক্রিফাইজ,
তাদের শখ, ইচ্ছে করতে হবে মিনিমাইজ।
প্রিয়জনের খুশিতে হাসে পুরুষ,
প্রিয়জনের দুঃখে কাদে
নিজের জন্য করেছে কী!
সারাজীবন অন্যর জন্য খাটে।
পুরুষ মানেই ধর্য্য ধারণ করা,
সব কিছু মুখ বুঝে সহ্য করা।
কষ্ট, দুঃখ যায় না বলা
এটা পুরুষ জাতি।
পুরুষ পরিশ্রমে নয় ক্লান্ত,
জীবন নামক যুদ্ধে পুরুষ আক্রান্ত।